Home রাজনীতি শিবিরের আসল রূপ দেখতে চাইলে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে: নাছির উদ্দীন

শিবিরের আসল রূপ দেখতে চাইলে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে: নাছির উদ্দীন

বিজনেটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই শিবিরের আসল রূপ ও কার্যক্রম প্রত্যক্ষ করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত জুলাই শহিদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

নাছির উদ্দীন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কখনোই শিবিরের প্রকাশ্য রাজনীতি টিকে থাকতে পারেনি। ১৯৯০-এর গণআন্দোলনের পর কিছু দুষ্কৃতিকারীর সহায়তায় তারা গোপনে কাজ করার সুযোগ পেলেও বর্তমানে তারা সেখানে কার্যত নিষ্ক্রিয়। তবে অন্যান্য ক্যাম্পাসে এখনো তারা গুপ্ত সংগঠনের মতো রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে শিবির। ৫ আগস্ট পরবর্তী সময় তারা আত্মপ্রকাশ করে ছাত্রদলের বিরুদ্ধে ‘জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন, ১০০ পার্সেন্ট সেলিব্রেশন’ ধরনের প্রোপাগান্ডা চালায়। কিন্তু যেখানে তারা শক্তিশালী, সেখানেই শুধু প্রকাশ্যে আছে। অন্য ক্যাম্পাসগুলোতে গুপ্তচর বাহিনীর মতো কাজ করছে। কমিটিও প্রকাশ করছে না।”

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। উপস্থিত ছিলেন রাবি ও রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শিবিরের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।