আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ ২৫ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেছেন। এই ঐতিহাসিক অ্যাক্সিয়ম-৪ মিশনে পাইলট হিসেবে যোগ দিয়ে তিনি রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পদার্পণের গৌরব অর্জন করলেন।
এই অভিযানে শুক্লার সঙ্গে আরও তিনজন মহাকাশচারী রয়েছেন, যারা ক্রু ড্রাগন ক্যাপসুলে করে মহাকাশ কেন্দ্রে যাচ্ছেন। স্পেসএক্স ও নাসার যৌথ উদ্যোগে পরিচালিত এই মিশন নতুন যুগের বাণিজ্যিক মহাকাশভিত্তিক গবেষণার অংশ।
উড়ানের কয়েক মিনিট আগে শুভাংশু শুক্লা তাঁর হেলমেটের ভিতরে গান শুনছিলেন। আর গানটি ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ফাইটার-এর “বন্দে মাতরম”—যা বর্তমানে ভারতের সেনাবাহিনীতে দেশপ্রেমের প্রতীক হিসেবে ব্যাপক জনপ্রিয়। গানটি গুনগুনিয়ে তিনি রকেটে আরোহন করেন, যা তাঁর আবেগঘন প্রস্তুতির বহিঃপ্রকাশ হিসেবেই ধরা হচ্ছে।
ফাইটার সিনেমায় হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনয় করেছিলেন। ছবিটি পুরোপুরি ভারতীয় বায়ুসেনাকে উৎসর্গ করা হয়। এতে ব্যবহৃত “বন্দে মাতরম” গানটি বিশাল দাদলানির কণ্ঠে গাওয়া এবং পুনঃসংগীতায়িত করেছিলেন সঙ্গীত পরিচালক কুমার। মূলত এটি ঊনবিংশ শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি দেশাত্মবোধক গান, যা ভারতের জাতীয় চেতনার প্রতীক।
শুক্লার এই গানে আবেগ জড়িয়ে রাখা নতুন প্রজন্মের অনেক ভারতীয়র কাছে এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে। তাঁর এই পদক্ষেপ শুধু বৈজ্ঞানিক নয়, সাংস্কৃতিক ও দেশাত্মবোধক দৃষ্টিকোণ থেকেও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, অ্যাক্সিয়ম-৪ মিশন ভারতের মহাকাশভিত্তিক অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করলো। এটি ভবিষ্যতে ভারতীয় মহাকাশচারীদের আইএসএস কিংবা চাঁদ অভিযানে সম্পৃক্ত করার একটি সেতুবন্ধ হিসেবেও কাজ করবে।