বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: কালীগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত উপজেলা শ্রমিকদলের কার্যালয় ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা নেতৃত্বে পুলিশ, আনসার ও যৌথবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে টিনশেডের একটি ঘর তৈরি করে ব্যবহার করে আসছিল উপজেলা শ্রমিকলীগ। তবে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সেটি দখল করে উপজেলা শ্রমিকদল তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে। সরকারি জমি খালি করতে প্রশাসন একাধিকবার মৌখিক ও লিখিত নোটিশ দিলেও সেটি না মানায় বুধবার সকালে বুলডোজার চালিয়ে ঘরটি ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় উপজেলা শ্রমিকদলের সভাপতি বিপ্লব হাসান রুমেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। এর পরই কার্যালয় ভেঙে দেওয়া হলো, যা অন্যায় ও অগ্রহণযোগ্য।”
অন্যদিকে ইউএনও জাকিয়া সুলতানা জানান, “সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। জনগণের স্বার্থে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে বাউন্ডারি নির্মাণ করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”