Home কক্সবাজার চেতনানাশক মেশানো জুস খাইয়ে মা ও মেয়েকে ধর্ষণ

চেতনানাশক মেশানো জুস খাইয়ে মা ও মেয়েকে ধর্ষণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,  টেকনাফ ( কক্সবাজার ): কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মর্মান্তিক ঘটনায় ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পে এ নৃশংসতা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা। আটকরা হলেন ওই ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ (৫০) এবং একই ক্যাম্পের তরুণ হাবিব উল্লাহ (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, আটক ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাওয়ান। কিছুক্ষণের মধ্যেই তাঁরা অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা তাঁদের পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী মা-মেয়ে জ্ঞান ফেরার পর ঘটনাটি পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। রাতেই ১৪ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

ওসি আরও জানান, ভুক্তভোগীদের শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় ক্যাম্পে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা কতটা কার্যকর এবং নারীরা কতটা নিরাপদ।