Home বিনোদন ‘দিল চাহতা হ্যায়’ থেকে বাস্তব জীবনের নায়ক সইফের জন্মদিনে আবেগঘন করিনা

‘দিল চাহতা হ্যায়’ থেকে বাস্তব জীবনের নায়ক সইফের জন্মদিনে আবেগঘন করিনা

বিনোদন ডেস্ক: বলিউডের রূপালি পর্দায় নবাবি রূপে দর্শকের মন জয় করেছেন সইফ আলি খান। নব্বইয়ের দশকের সেই তরুণ থেকে শুরু করে আজকের পরিণত অভিনেতা কালের আবর্তে তিনি একাধারে রোম্যান্টিক হিরো, অ্যাকশন তারকা আবার কখনও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু পর্দার বাইরেও তাঁর জীবন ছিল নানা নাটকীয়তায় ভরা। চলতি বছরের জানুয়ারির সেই ভয়াবহ রাত তার প্রমাণ। নিজের পতৌদি আবাস ‘সদগুরু শরণে’ দুষ্কৃতীর হামলার মুখে পড়েন তিনি। ছুরিকাঘাতে রক্তাক্ত হলেও সন্তান তৈমুর ও জেহ আর পরিবারের পরিচারিকাকে বাঁচাতে পিছপা হননি। নিজের জীবন বাজি রেখে সবার ঢাল হয়ে দাঁড়ানো সেই সইফকে অনুরাগীরা ডাকেন ‘রিয়েল লাইফ হিরো’।

সময় যেন বড় দ্রুত বয়ে যায়।  তিনি ৫৫ বছরে পা রাখলেন। অথচ মনে হয় যেন সেদিনই ‘দিল চাহতা হ্যায়’ ছবির যুবক বন্ধুত্বের মন্ত্র শিখিয়েছিলেন প্রজন্মকে। কিংবা ‘ওমকারা’র নিষ্ঠুর লঙ্গদার চরিত্রে অভিনয়ে কাঁপিয়ে দিয়েছিলেন বলিউডকে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে রক্ষা করা সেই সাহসী সইফের জন্মদিন এবার অন্যরকম আবেগে ভরা।

এই বিশেষ দিনে স্ত্রী করিনা কাপুরের শুভেচ্ছা যেন স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলল। নেটদুনিয়ায় তিনি পোস্ট করলেন একটি সিংহের ছবি। ক্যাপশনে লিখলেন “আমাদের পরিবারের সিংহ, তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমার প্রিয় স্বামী।” সঙ্গে হৃদয়ের ইমোজি। সোজাসাপ্টা অথচ গভীর ভালোবাসায় ভরা এই বার্তায় যেন প্রতিফলিত হলো সইফের প্রতি তাঁর শ্রদ্ধা আর টান।

অবশ্য করিনা-সইফ জুটির পথচলা কিন্তু একেবারেই সহজ ছিল না। ২০১২ সালে তাদের বিয়ের আগে হুমকির মুখে পড়তে হয়েছিল দুই পরিবারকে। করিনার বাবা রণধীর কাপুরের কাছে অজ্ঞাত চিঠিতে খুনের হুমকি পর্যন্ত এসেছিল। কিন্তু নবাবি রক্তের সাহস নিয়ে সইফ তখনও পিছিয়ে যাননি। আজও তিনি সেই একই দৃঢ়তায় জীবন কাটাচ্ছেন কখনও পর্দায়, কখনও বাস্তবে।

বলিউড নবাবের জন্মদিন তাই শুধু পারিবারিক আনন্দ নয়, ভক্তদের জন্যও এক স্মৃতির দিন। নব্বইয়ের দশকের ‘ইয়ুথ আইকন’ থেকে আজকের ‘রিয়েল হিরো’ সইফের যাত্রা যেন এক সম্পূর্ণ কাব্য। জন্মদিনে করিনার দেওয়া ‘সিংহ’ উপাধি তাই নিছক শব্দ নয়, বরং এক জীবনের গল্প, সাহস ও ভালোবাসার প্রতীক।

👉 প্রিয় পাঠক, সইফ আলি খানের এই নস্টালজিক গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, তবে লাইক 👍 ও শেয়ার 🔄 করতে ভুলবেন না!