Home রাজনীতি রামগড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে গণসংযোগ

রামগড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে গণসংযোগ

ছবি: সংগৃহীত

মোঃ মাসুদ রানা, রামগড়: তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষের পক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই প্রচার চালানো হয়।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রামগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি অশোক মজুমদার, ফ্রন্টের জেলার সিনিয়র সহ-সভাপতি শিউলী বিশ্বাস, সম্পাদক বাবুল দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক সমীর সাহা, প্রচার সম্পাদক রাজীব রায়। এছাড়াও হিন্দু উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ এবং রামগড়ের সনাতনী নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

এই গণসংযোগের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক এজেন্ডা ও মনোনীত প্রার্থীর পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয়েছে।