বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের আর্থিক খাতে বড় পরিবর্তনের পর শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূত প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ তাদের গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। চলতি ডিসেম্বরের মধ্যেই গ্রাহকদের প্রত্যেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন।
গত ২ ডিসেম্বর ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম ও ইউনিয়ন ব্যাংক এক হয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার বৈঠকে অর্থ ছাড় ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অর্থায়নের উৎস:
গ্রাহকদের টাকা ফেরত দিতে প্রয়োজন প্রায় ১২ হাজার কোটি টাকা। এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম’ থেকে দেওয়া হচ্ছে। সরকার ইতোমধ্যে ব্যাংকের মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা এবং ইন্স্যুরেন্স ফান্ডের অর্থ ছাড় করেছে।
টাকা উত্তোলনের নিয়মাবলী:
১. নতুন অ্যাকাউন্ট: টাকা ফেরত পেতে গ্রাহকদের ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর অধীনে নতুন অ্যাকাউন্ট থাকতে হবে।
২. এনআইডি ভেরিফিকেশন: বৈধ এনআইডিধারীরাই কেবল টাকা পাবেন। একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে ১টির সুবিধা পাওয়া যাবে।
৩. ধাপে ধাপে পরিশোধ: ছোট আমানতকারীদের অগ্রাধিকার দিয়ে প্রথমে ২ লাখ টাকা পর্যন্ত ছাড় করা হচ্ছে। যাদের স্থিতি বেশি, তাদের বাকি টাকা এবং মুনাফার হার পরবর্তীতে নির্ধারণ করা হবে।
আইটি ও ব্যবস্থাপনা:
বৈঠক সূত্রে জানা গেছে, ৫টি ভিন্ন ব্যাংকের ডেটাবেস এক করা এবং নির্ভুলভাবে টাকা ফেরত দেওয়া বড় চ্যালেঞ্জ। ব্যাংকের নিজস্ব সফটওয়্যার তৈরি ও ডেটা ইন্টিগ্রেশনে সময় লাগবে। গভর্নর এক্সিম ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন সতর্কতার সাথে দেখার নির্দেশ দিয়েছেন।
চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া জানান, “গ্রাহকদের ভোগান্তি কমাতে আমরা দ্রুত কাজ করছি। আগামী সপ্তাহে বোর্ড মিটিং এবং নতুন এমডি নিয়োগের মাধ্যমে কাজে আরও গতি আসবে।










