Home চট্টগ্রাম সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

সরওয়ার জাহান নিজাম। ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরওয়ার জাহান নিজাম স্ত্রী, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আইএসপিআর আরও জানিয়েছে, শনিবার (১১ অক্টোবর) বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তরের মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান নিজাম। ১৯৭৩ সালের ১ জুন তিনি সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি তিনি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কর্মজীবনে দক্ষ নেতৃত্ব, দেশপ্রেম ও সততার জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধেয় ছিলেন।