Home বিনোদন সারাবিশ্ব মাতাচ্ছে ‘সরদার জি ৩’, তবু বিতর্কে দিলজিৎ

সারাবিশ্ব মাতাচ্ছে ‘সরদার জি ৩’, তবু বিতর্কে দিলজিৎ

বিনোদন ডেস্ক:

পাঞ্জাবি জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কেবল তার সাফল্য নয়, বরং বিতর্কও তাকে ঘিরে। তার নতুন ছবি ‘সরদার জি ৩’ যেখানে বিশ্বজুড়ে বক্স অফিস মাতাচ্ছে, সেখানে ভারতেই তা নিষিদ্ধ। কারণ, ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

২০২৫ সালের ২৯ জুন ইনস্টাগ্রাম স্টোরিতে দিলজিৎ জানান, পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস অভূতপূর্ব। ইউনিভার্সাল সিনেমার প্রকাশিত এক ভিডিওতেও দেখা যায়, একাধিক ‘আল্ট্রা স্ক্রিন’-এ সিনেমার ১২টি শো হাউসফুল যাচ্ছে।

মাত্র দুই দিনেই এই ছবি আয় করেছে ১১ কোটি ৩ লাখ টাকা। যার মধ্যে প্রথম দিনে আয় ছিল ৪ কোটি ৩২ লাখ এবং দ্বিতীয় দিনে ৬ কোটি ৭১ লাখ টাকা। এই সম্পূর্ণ আয়ের উৎস ভারত নয়, বরং পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজার।

তবে এই আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি ভারতজুড়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। কারণ, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে এক হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়। ঠিক সেই প্রেক্ষাপটে ভারতের সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে—কেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে দিয়ে একটি ভারতীয় ছবিতে মুখ্য চরিত্রে রাখা হলো?

ফলাফলস্বরূপ, ‘সরদার জি ৩’ ভারতের কোনো সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। প্রযোজকেরা সিদ্ধান্ত নিয়েছেন, কেবল বিদেশে মুক্তি দিয়ে ক্ষতি পুষিয়ে নেবেন। এই বিষয়ে দিলজিৎ এক সাক্ষাৎকারে বলেন, “যখন আমরা ফেব্রুয়ারিতে শুটিং করছিলাম, তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। পরে যা হলো, তা আমাদের হাতে ছিল না।”

এদিকে ভারতের চলচ্চিত্রকর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেম্প্লয়িজ (FWICE)-সহ একাধিক সংগঠন দিলজিতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে। তাদের ভাষ্য, একজন পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করা জাতীয় স্বার্থবিরোধী এবং অগ্রহণযোগ্য।

তবু সমালোচনার তোয়াক্কা না করে দিলজিৎ নিজের অবস্থানে অনড়। আন্তর্জাতিক দর্শকদের সাড়া দেখে স্পষ্ট, রাজনীতি বা বিতর্ক নয়—মানুষ এখন গল্প আর অভিনয়ের মুন্সিয়ানা দেখতেই সিনেমা হলে ভিড় করছে।

সিনেমা ও বিনোদনের এমন আরও প্রতিবেদন পড়তে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।