চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের শিল্পভিত্তিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধি করার লক্ষ্যে এই শিক্ষাসফরের আয়োজন করা হয়।
সফরে অংশ নেন ইইই ও ইসিই বিভাগের মোট ৪২ জন শিক্ষার্থী, যাদের তত্ত্বাবধানে ছিলেন পাঁচজন শিক্ষক। পরিদর্শনকালে শিক্ষার্থীরা বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরির বিভিন্ন ধাপ, পরীক্ষণ প্রক্রিয়া এবং মাননিয়ন্ত্রণ কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। এর মাধ্যমে তারা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে তুলনা করার সুযোগ পান এবং বিদ্যুৎ প্রকৌশল বিষয়ে শিল্প—প্রয়োগ সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রুবেল কান্তি দাশ, মোহাম্মদ ইফতেখার উদ্দিন ও কাজী মো. কামরুল হাসান। পরিদর্শন শেষে শিক্ষকবৃন্দ জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক শিক্ষণ অভিজ্ঞতা প্রদান ও আন্তরিক আতিথেয়তার জন্য কোম্পানির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
-সংবাদ বিজ্ঞপ্তি









