Home জাতীয় আজ সাধারণ ছুটি: যেসব জরুরি সেবা ও প্রতিষ্ঠান খোলা

আজ সাধারণ ছুটি: যেসব জরুরি সেবা ও প্রতিষ্ঠান খোলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি চলছে। তবে জনস্বার্থ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু প্রতিষ্ঠান ও সেবাকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ যেসব পরিষেবা স্বাভাবিক থাকবে সেগুলো হলো:
১. জরুরি পরিষেবা ও জ্বালানি সরবরাহ

বিদ্যুৎ, পানি, গ্যাস এবং অন্যান্য জ্বালানি সরবরাহ কাজের সঙ্গে জড়িত সকল অফিস ও সংশ্লিষ্ট যানবাহন এই ছুটির আওতামুক্ত। এছাড়া ফায়ার সার্ভিস এবং দেশের সকল বন্দর (স্থল, নৌ ও সমুদ্রবন্দর) তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

২. চিকিৎসাসেবা ও হাসপাতাল

সারাদেশের সকল হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা কেন্দ্রগুলো খোলা থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

৩. যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

জরুরি যোগাযোগ বজায় রাখতে টেলিফোন ও ইন্টারনেট সেবা পুরোপুরি সচল থাকবে। এছাড়া ডাকসেবা (পোস্টাল সার্ভিস) এবং সিটি কর্পোরেশন বা পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন ছুটির আওতার বাইরে থাকবে।

৪. ব্যাংকিং ও আদালত কার্যক্রম

ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ ব্যাংকগুলো বন্ধ থাকলেও বার্ষিক হিসাব সমাপনী (Bank Holiday) এবং জানাজার ছুটির বিষয়টি সমন্বয় করে বিশেষ প্রয়োজনে কিছু বিভাগ খোলা থাকতে পারে।

আদালত: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আদালতের কার্যক্রম পরিচালিত হবে।

৫. জরুরি কাজে সম্পৃক্ত অফিস

সরকারের বিশেষ প্রয়োজনে বা জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত নির্দিষ্ট অফিসগুলো আজ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ ছুটির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধা সরকারি এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ রয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-ও আজ পোশাক কারখানাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।