মো: মাসুদ রানা, রামগড়: রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড় উপজেলার সোনাইপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনীরকুল গ্রামের বাসিন্দা এবং প্রয়াত কাজী রুহুল আমীনের ছেলে।
পুলিশ জানায়, কাজী রিপনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনউদ্দীন বলেন, “সাজা পরোয়ানাভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার তাকে আদালতে পাঠানো হবে।”
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কাজী শাহজাহান রিপনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে রামগড় ছাত্রদল নেতা শাহ আলম হত্যা মামলা। এসব মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কাজী শাহজাহান রিপন দুই মেয়াদে রামগড় পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা ছিল সীমিত।
গ্রেপ্তারের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার রাজনৈতিক অনুসারীরা এই গ্রেপ্তারকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে দাবি করলেও, ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ আইনের শাসনের প্রতি আস্থার বার্তা হিসেবে দেখছে এই পদক্ষেপকে।
ঘটনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন businesstoday24.com।