Home খেলাধুলা সিসিএল কর্পোরেট সকার ও টেবিল টেনিসে শিরোপা জিতল লংকাবাংলা ও চিটাগাং ক্লাব...

সিসিএল কর্পোরেট সকার ও টেবিল টেনিসে শিরোপা জিতল লংকাবাংলা ও চিটাগাং ক্লাব দল

চট্টগ্রাম: চিটাগাং ক্লাব লিমিটেডের আয়োজনে এবং কিয়া বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সকার ও টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। গত ২৬ জুলাই (শনিবার) সন্ধ্যায় চিটাগাং ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিটাগাং ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশের চট্টগ্রাম এরিয়ার কর্পোরেট প্রধান মির্জা মো. আহসান রেজা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সকার বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাসেম (নান্নু) এবং টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ শেখ হাছান জামান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু।

অনুষ্ঠানে ক্লাবের ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ), কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আকরাম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং টুর্নামেন্ট কো-অর্ডিনেটর ও সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ)-সহ বিভিন্ন কর্পোরেট প্রতিনিধি ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শুরু হয় গত ১৭ জুলাই (বৃহস্পতিবার)। টুর্নামেন্টে স্বাগতিক চিটাগাং ক্লাব ছাড়াও অংশ নেয় এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, লংকাবাংলা সিকিউরিটিজ, বি এস আর এম, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

সকার ফাইনালে লংকাবাংলা সিকিউরিটিজ ২-০ গোলে বি এস আর এম-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টেবিল টেনিস ফাইনালে চিটাগাং ক্লাব দল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে।

এই টুর্নামেন্ট কর্পোরেট খেলাধুলার বিকাশ এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সম্প্রীতি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

-সংবাদ বিজ্ঞপ্তি