চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) এমপ্লয়িজ ইউনিয়নের ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ ও বার্ষিক সাধারণ সভা ১৯ জুন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি আইয়ুব খান (আব্বাছ)-এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সহ-সভাপতি এস. এম. ওসমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জেবল হোসেন এবং অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান, কমিশনার জোবেদা সুলতানা ও মোহাম্মদ মীর হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে বক্তারা বলেন, প্রতিষ্ঠান ও কর্মীদের স্বার্থে সিসিসিআই এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্ব আগামীতেও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। -সংবাদ বিজ্ঞপ্তি