Home সারাদেশ সুনামগঞ্জ সীমান্তে গোডাউনবন্দি কোটি টাকার পণ্য, বিজিবির চমকপ্রদ অভিযান

সুনামগঞ্জ সীমান্তে গোডাউনবন্দি কোটি টাকার পণ্য, বিজিবির চমকপ্রদ অভিযান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামে বিজিবির অভিযানে উদ্ধার হলো কোটি টাকার ভারতীয় পণ্য। লেহেঙ্গা, শাড়ি, কসমেটিকস ও চকলেটের বিশাল মজুদ মিলেছে একটি টিনশেড গোডাউনে। বিজিবির ধারণা—এ পণ্যচক্র দীর্ঘদিন ধরে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে আনছিল।

রোববার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ওই গ্রামে বিজিবির নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অভিযান চালায়। কোনো মালিকের খোঁজ না মেলায় এসব পণ্যকে মালিকবিহীন হিসেবে গণ্য করা হয়। পরে তা জব্দ করা হয়।

অভিযানে ৪ হাজার ২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২টি কসমেটিকস পণ্য ও ২০ হাজার ১২০টি চকলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। অভিযানে অংশ নেয় ১৬ সদস্যের বিজিবি দল, দুইজন পুলিশ সদস্য এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।

অভিযান শেষে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সব পণ্য দ্রুত সুনামগঞ্জ কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তে চোরাচালান বন্ধে প্রশাসনের এমন অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তবে গোডাউন ও পণ্য পরিবহনে জড়িত চক্রের হদিস এখনও পাওয়া যায়নি। তদন্তে বেরিয়ে আসতে পারে বৃহৎ কোনো চোরাচালান নেটওয়ার্কের চিত্র।

আপনার এলাকাতেও যদি সন্দেহজনক এমন কোন পণ্য মজুদের খবর থাকে, প্রশাসনকে জানান—চোরাচালান রোধে সচেতন হোন, সহায়তা করুন।