বিনোদন ডেস্ক: বলিউডের তরুণ প্রজন্মে বহুদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্য প্রমাণ হলো। কিং খানের কন্যা সুহানা খান এবং বচ্চন পরিবারের তরুণ সদস্য আগস্ত্য নন্দার মধ্যে সম্পর্কের গুঞ্জন বহুদিন ধরেই বলিউড মহলে ঘুরছিল। নানা সময় তাঁদের একসঙ্গে দেখা গেলেও কেউ কখনও আনুষ্ঠানিক কিছু বলেননি। অবশেষে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে সম্পর্কটি নিয়েই মুখ খুলেছে ঘনিষ্ঠ সূত্র, আর সোশ্যাল মিডিয়ায় কিছু স্পষ্ট ইঙ্গিতে দর্শকদের জল্পনার অবসান ঘটেছে।
সুহানা খান ও আগস্ত্য নন্দা দুজনেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে। সেই ছবির শ্যুটিং থেকেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। প্রথমে দুজনের বন্ধুত্ব নিয়ে আলোচনায় মেতে ওঠে নেটদুনিয়া। এরপর একাধিক পার্টি, রেস্তোরাঁয় একসঙ্গে তাঁদের দেখা গেলে বিষয়টি নিয়ে কৌতূহল আরও বাড়তে থাকে।
সম্প্রতি এক ঘনিষ্ঠ পারিবারিক অনুষ্ঠানে সুহানা ও আগস্ত্যকে একসঙ্গে বেশ আপনভাবে সময় কাটাতে দেখা যায়। তাঁদের ছবিগুলো ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে ভক্তদের উৎসাহ বেড়ে যায়। আর সেই সূত্র ধরেই কিছু ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, “সুহানা ও আগস্ত্য বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাঁরা এই মুহূর্তে নিজেদের পেশাগত ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্পর্ক দুই নিয়েই সমান গুরুত্ব দিয়ে চলেছেন।”
এদিকে, বলিউডের দুই প্রভাবশালী পরিবারের এই সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে—শাহরুখ খান ও গৌরী খান তাঁদের মেয়ের পছন্দকে সম্মান করছেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দার দিক থেকেও সম্পর্ক নিয়ে কোনো আপত্তির খবর মেলেনি।
তবে সুহানা ও আগস্ত্য কেউই এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় দুজনই আপাতত ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। আগস্ত্য সম্প্রতি একটি নতুন ওটিটি সিরিজে কাজ করছেন, আর সুহানা একটি বিগ বাজেটের ছবি নিয়ে প্রস্তুত হচ্ছেন।
সাধারণত তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল সবসময়ই বেশি। তার উপর যদি হয় কিং খানের মেয়ে ও বচ্চন পরিবারের উত্তরসূরি তাহলে তো কথাই নেই। এ সম্পর্ক নিয়ে জনসাধারণ যেমন রোমাঞ্চিত, তেমনি বলিউডের অন্দরে এই জুটিকে ঘিরে ভবিষ্যতের নানা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
বলিউডের অনুরাগীরা ইতিমধ্যেই তাঁদের “নতুন প্রজন্মের শাহেনশাহ ও রানি” বলে ডাকতে শুরু করেছেন। এখন দেখার বিষয়, এই সম্পর্ক কোথায় গড়ায় তবে আপাতত প্রেমের বসন্তে মগ্ন সুহানা-আগস্ত্য জুটি।
👉 আরও বলিউড আপডেটের জন্য চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।