Home সারাদেশ সোনাইমুড়ীতে একা থাকা বৃদ্ধা সেতারা খুন: ঈদের আনন্দে কালো ছায়া

সোনাইমুড়ীতে একা থাকা বৃদ্ধা সেতারা খুন: ঈদের আনন্দে কালো ছায়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী): ঈদের কোলাহল পেরিয়ে নিঃসঙ্গ এক ঘরে নিশ্চুপ হয়ে ছিলেন সেতারা বেগম। বাড়ির অন্যরা শহরে ফিরে গেলেও তিনি গ্রামের শান্ত পরিবেশে কয়েকটা দিন একা কাটাতে চেয়েছিলেন। সেই চাওয়াটাই হয়তো কাল হয়ে দাঁড়ায়। এখন বাড়ির উঠোনে শুধু শোক আর আতঙ্ক, আর ঘরের ভেতরে এক নির্মম রাতের স্মৃতি।

 সোনাইমুড়ীর কালিকাপুর গ্রামে শুক্রবার সকালে ভয়াবহ এক দৃশ্যের সাক্ষী হন এলাকাবাসী। ৭২ বছর বয়সী সেতারা বেগমকে পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়। নিজের ঘরের মাটির পিড়া কেটে কে বা কারা ঢুকে গলা কেটে কেড়ে নেয় তার জীবন।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ঘটে যায় এ নির্মম হত্যাকাণ্ড। শুক্রবার সকাল ১১টার দিকে আশপাশের লোকজন খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে দেখেন সেতারার নিথর দেহ। তখনো তার গলা দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ঘরের পেছনের দেয়ালে দেখা যায় কাটা পিড়ার চিহ্ন, যেখান দিয়ে ঘাতক ঢুকেছিল বলে ধারণা।

চার ছেলে ও এক মেয়ের মা সেতারা বেগম ছিলেন পরিবারের শ্রদ্ধেয় জননী। ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে এসেছিলেন। অন্যরা সবাই ঈদের পরদিন ফিরে গেলেও, গ্রামের ঘরের টান আর প্রতিবেশীদের সাথে কিছুদিন কাটানোর ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছেই এখন সবার চোখে অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্তে নেমেছে সোনাইমুড়ী থানা, পিবিআই ও ডিবির কর্মকর্তারা। এখনও নিশ্চিতভাবে হত্যার উদ্দেশ্য জানা যায়নি। তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে—চুরি কিংবা ডাকাতির সময় বৃদ্ধা ঘাতকদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রাথমিক তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

গ্রামের মানুষ এখন ভীত ও ক্ষুব্ধ। একজন নিরীহ মায়ের রক্তে ভিজে যাওয়া মাটি যেন আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে—এই সমাজে নিরাপত্তাহীনতার বাস্তবতা কতটা গভীর।
সেতারার মৃত্যু শুধু একটি খুন নয়, বরং আমাদের অসতর্কতা, সমাজের অমানবিক দিক ও অপরাধের দুঃসাহসিকতার প্রতিচ্ছবি।