Home বিনোদন স্বামী মুসলিম, সোনাক্ষী হিন্দু, কোন ধর্মে বিশ্বাসী শত্রুঘ্ন-কন্যা?

স্বামী মুসলিম, সোনাক্ষী হিন্দু, কোন ধর্মে বিশ্বাসী শত্রুঘ্ন-কন্যা?

বিনোদন ডেস্ক: বলিউডে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে নতুন কিছু নয়। শাহরুখ খান-গৌরী খান, আলি ফজ়ল-রিচা চড্ডা— এমন অনেক জুটিই সফল দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তবে অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জ়াহির ইকবালের বিয়ে পরবর্তী সময়ে সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে তাঁর ধর্ম পরিবর্তন নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। এবার সোনাক্ষী নিজে মুখ খুললেন ঈশ্বরে তাঁর বিশ্বাস এবং ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে।

সোনাক্ষী ও জ়াহিরের সম্পর্ক শুরু থেকেই নজর কাড়া ছিল। খবর অনুসারে, ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমে সোনাক্ষীর পরিবার মেনে নিতে চায়নি। তবুও দুজনই হাল ছাড়েননি। ২০২৪ সালের ২৩ জুন আইনি ভাবে বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। সোনাক্ষী আগেই জানিয়েছিলেন যে ধর্ম তাঁদের সম্পর্কের কোনো বাধা ছিল না এবং তাঁরা একে অপরের ধর্মের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।

বিয়ের সময়ও কোনও ধর্মীয় আচার পালন করা হয়নি। তবে দম্পতিটি পরস্পরের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন। সোনাক্ষীকে দেখা গিয়েছে নিয়াজের সময় স্বামীর পাশে বসতে, আবার জ়াহিরকে গণেশচতুর্থীর আরতিতে অংশ নিতে। এই সমন্বয়ই তাঁদের সম্পর্কের সৌন্দর্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধার পরিচায়ক বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা জানান, তিনি ঈশ্বরের মধ্যে কোনও পার্থক্য করেন না। অভিনেত্রীর কথায়, “আমি মনে করি আমার মনের মধ্যেই ঈশ্বর রয়েছে। আমি মনে মনে তাঁকে স্মরণ করি। সেটাই যথেষ্ট আমার জন্য। আমার বিশ্বাস, কেউ একজন আছেন যিনি সর্বদা আমার খেয়াল রাখছেন।”

তিনি আরও জানান, তিনি ধর্মভীরু নন, বরং ঈশ্বরকে ভালোবাসেন। সোনাক্ষীর এই মন্তব্য সমালোচকদের কাছে একটি পরিষ্কার বার্তা—ধর্ম নয়, বিশ্বাসই মানুষকে শক্তি দেয়। বলিউড বিশেষজ্ঞরা বলছেন, সোনাক্ষীর এই উক্তি প্রমাণ করে যে ভিন্ন ধর্মের দাম্পত্য জীবনও সঠিক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সুখী হতে পারে।

সোনাক্ষীর বিশ্বাসের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষের প্রশংসা পাচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, “ধর্মের সীমাবদ্ধতায় আটকে না থেকে একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সত্যিই প্রশংসনীয়।” সোনাক্ষীর এই ভাবনা নতুন দম্পতিদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

সোনাক্ষী ও জ়াহিরের এই দাম্পত্য সম্পর্ক বলিউডে একটি উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে যে, পার্থক্য থাকা সত্ত্বেও প্রেম, শ্রদ্ধা এবং বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক মজবুত করা সম্ভব। ধর্মকে বাধা হিসেবে না দেখে একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসই তাঁদের সম্পর্কের মূল ভিত্তি।