বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ফেনী: সোনাগাজী উপজেলার চরসাহাভিকারী থেকে অপহৃত ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে চট্টগ্রামের বায়েজিদ এলাকার চন্দনগর জেট আবাসিক এলাকা থেকে উদ্ধার করেছে সোনাগাজী থানা পুলিশ।
১৫দিন পর বুধবার বিকেলে তাকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাক করে নিখোঁজ ছাত্রীর অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।
তার নাম-ইসরাত জাহান নাঈমা (১২) একই উপজেলার চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২০ ডিসেম্বর সকালে স্কুলে এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় তার মা ফাহিমা আক্তার সোনাগাজী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
উদ্ধারের পর ইসরাত জাহান নাঈমা জানায়, গত গত ২০ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে চরদরবেশ ইউপির উত্তর চরসাহাভিকারী গ্রামের আব্দুস শহিদের ছেলে নুরুজ্জামান (২২) তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে।
অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা হলেও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে










