Home আন্তর্জাতিক উচ্চবিত্ত প্রবাসীদের জন্য মদের দুয়ার খুলল সৌদি আরব

উচ্চবিত্ত প্রবাসীদের জন্য মদের দুয়ার খুলল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব তাদের দীর্ঘদিনের কঠোর রক্ষণশীলতা ভাংলো আরও এক ধাপ। এবার দেশটিতে বসবাসরত অমুসলিম বিদেশিদের জন্য মদ কেনা ও সেবনের নিয়ম শিথিল করা হয়েছে। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়; বরং এটি শুধুমাত্র উচ্চ আয়ের নির্দিষ্ট শ্রেণির প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে

। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব বিদেশির মাসিক আয় ৫০ হাজার সৌদি রিয়াল (প্রায় ১৩,৩০০ মার্কিন ডলার) বা তার বেশি, কেবল তারাই শর্তসাপেক্ষে মদ্যপানের অনুমতি পাবেন।

নতুন নিয়ম ও শর্তাবলি
সৌদি কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, মদ কেনা ও সেবনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নির্দেশিকা মেনে চলতে হবে:
১. আয়ের সীমা: এই সুবিধা পেতে হলে একজন প্রবাসীর মাসিক বেতন বা আয় অবশ্যই ৫০ হাজার রিয়াল বা তার বেশি হতে হবে। অর্থাৎ, মূলত উচ্চবিত্ত কর্পোরেট এক্সিকিউটিভ, বিদেশি বিনিয়োগকারী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করেই এই নিয়ম করা হয়েছে।
২. অমুসলিম হতে হবে: এই অনুমতি শুধুমাত্র অমুসলিম বিদেশিদের জন্য প্রযোজ্য। মুসলিম নাগরিকদের জন্য মদ্যপান বা ক্রয় আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
৩. নিবন্ধন প্রক্রিয়া: মদ্যপানের অনুমতি পেতে ইচ্ছুকদের একটি নির্দিষ্ট অ্যাপ বা সরকারি পোর্টালে নিবন্ধন করতে হবে এবং আয়ের প্রমাণপত্র দাখিল করতে হবে।

প্রেক্ষাপট ও ভিশন ২০৩০
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেল-নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবকে একটি বৈশ্বিক পর্যটন ও ব্যবসায়িক হাবে পরিণত করার লক্ষ্যেই এই উদ্যোগ।

ইতিপূর্বে, সৌদি আরবে মদ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে চলতি বছরের শুরুর দিকে রিয়াদের ডিপ্লোমেটিক কোয়ার্টারে শুধুমাত্র কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়েছিল। কালোবাজারি রোধ এবং বিদেশি কূটনীতিকদের সুবিধা দেওয়াই ছিল এর লক্ষ্য। এবার সেই পরিধি বাড়িয়ে সাধারণ (কিন্তু উচ্চবিত্ত) প্রবাসীদের এর আওতায় আনা হলো।

অর্থনৈতিক ও সামাজিক প্রভাব
 বিশ্লেষকরা বলছেন, আয়ের উচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে সৌদি সরকার আপাতত বিষয়টি খুব সীমিত ও নিয়ন্ত্রিত পরিসরে রাখতে চাইছে, যাতে দেশটির রক্ষণশীল সমাজে হুট করে বড় কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। জনসমক্ষে মদ্যপান বা মাতলামি করা আগের মতোই কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।