নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের উদ্যোগ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সেপ্টেম্বর মাস থেকেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং এর মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমে পুলিশ সদস্যদের সক্ষমতা ও সমন্বয় বাড়ানো।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
প্রেস সচিব বলেন, নির্বাচনকালীন সময়ে ছয়টি বিভাগীয় ও জেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোট ৬০ হাজার সেনা সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত করা হবে। তারা বিশেষভাবে প্রস্তুত থাকবে যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে।
তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে আরও সুসংহত সমন্বয় গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার মতে, শুধুমাত্র বল প্রয়োগ নয়, বরং প্রশাসনের মধ্যে তথ্য আদানপ্রদানের একটি দ্রুত ব্যবস্থা থাকা জরুরি। এই লক্ষ্যে একটি আধুনিক মিডিয়া সেন্টার গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে, যা জাতীয় নির্বাচন চলাকালে তথ্য প্রচার ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শফিকুল আলম জানান, “অনেক সময় পুলিশের ভালো কাজও জনগণের সামনে আসে না, কারণ একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থাপনা বা মিডিয়া সেন্টারের অভাব রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যেন একটি সুষ্ঠু, তথ্যনির্ভর যোগাযোগ কাঠামো গড়ে তোলা হয়।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে তিনি জঙ্গিবাদ, চরমপন্থা ও নির্বাচনকালীন সহিংসতার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, মিলিটারি সেক্রেটারি, স্বরাষ্ট্রসচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী।
সরকার নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান প্রেস সচিব।