Home আন্তর্জাতিক ৯৮ বছরের আহমেদ তামীম: এক স্বপ্নপূরণের গল্প

৯৮ বছরের আহমেদ তামীম: এক স্বপ্নপূরণের গল্প

আন্তর্জাতিক ডেস্ক:

৯৮ বছর বয়সেও স্বপ্ন পূরণ হয় এ কথাটিই সত্য প্রমাণ করলেন মিসরের সোহাগ প্রদেশের বাসিন্দা আহমেদ তামীম। দীর্ঘ জীবনের একমাত্র অপূর্ণ ইচ্ছা ছিল হজ্ব পালন। এ বছর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তিনি।

তামীম ১৮ মে মদিনায় পৌঁছান তাঁর পুত্র মুহাম্মদের সঙ্গে। হজের লটারির মাধ্যমে মনোনীত ১৩ হাজার ৬২ জন মিসরীয় হজযাত্রীর অন্যতম তিনি। বয়সের কারণে রিজার্ভ তালিকায় থাকলেও শেষপর্যন্ত সুযোগ পেয়ে যান।

পুত্র মুহাম্মদ বলেন, “আমার বন্ধুর ফোন না পেলে হয়তো আব্বাকে আবেদনই করাতে পারতাম না। শেষ দিনে আবেদন করলাম। আলহামদুলিল্লাহ, তাঁর বয়সের কারণে রিজার্ভ তালিকায় নাম চলে আসে। এরপর তাঁর নাম চূড়ান্ত হয়। যেদিন খবর পেলেন, আব্বার চোখে আনন্দের অশ্রু দেখি।”

তাঁর বয়সজনিত শ্রবণ ও চলাচলের অসুবিধা থাকা সত্ত্বেও তামীম কাউকে সহায়তা না নিয়ে নিজে সব হজের আনুষ্ঠানিকতা পালন করতে চান।

মুহাম্মদ আরও বলেন, “আব্বা বলেন, ‘আল্লাহ্‌ নিজ হাতে আমাকে ডেকেছেন, আমি পূর্ণভাবে এই অভিজ্ঞতা নিতে চাই।’”

সোহাগ প্রদেশের বাসিন্দারা তামীমের এই হজযাত্রায় আনন্দে উদ্বেল। তিনি শুধু প্রবীণতম হাজী নন, বরং প্রদেশের একজন শ্রদ্ধাভাজন ধর্মভক্ত ব্যক্তি হিসেবেও পরিচিত।

সবশেষে মুহাম্মদের কণ্ঠে ছিলো আবেগ, “আল্লাহ্‌ যেন আব্বার হজ্ব কবুল করেন। এত বছর পর এই কাঙ্ক্ষিত সুযোগটা তিনি পেলেন, আমরা কৃতজ্ঞ।”

📌 আপনার পরিচিত প্রবীণ মানুষটির স্বপ্নপূরণের গল্প থাকলে আমাদের জানান।
❤️ শেয়ার করুন এই হৃদয়স্পর্শী প্রতিবেদনটি।
🔁 আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে তাঁদেরও প্রেরণা দিন।
#হজ২০২৫ #আহমেদতামীম #প্রবীণহাজী #স্বপ্নপূরণ #ইসলামিকঅনুপ্রেরণা