বাবার বকুনি খাচ্ছিলেন সালমান আর আমার স্বামী!
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক স্মৃতি ইরানি সম্প্রতি জানিয়েছেন, বলিউড তারকা সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের মজার কাহিনি। তিনি জানান, তাঁর স্বামী জুবিন ইরানি-ই ছিলেন সেই সংযোগসূত্র, যিনি তাঁকে বলিউডের এই দুই সুপারস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
‘দ্য বম্বে জার্নি’ নামের এক ইউটিউব অনুষ্ঠানে স্মৃতি ইরানি এক সাক্ষাৎকারে বলেন, কলেজ জীবনে সালমান খান ও তাঁর স্বামী জুবিন ইরানি ছিলেন সহপাঠী। সেই সুবাদেই প্রথমবার তিনি সালমান খানের সঙ্গে দেখা করেন। আর সেই দেখা ছিল বেশ হাস্যকর ও স্মরণীয়।
স্মৃতি বলেন, “জুবিন যখন প্রথম আমাকে সালমানের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন, তখন সালমানের বাবা, বিখ্যাত চিত্রনাট্যকার সালিম খান-ও সেখানে উপস্থিত ছিলেন। তিনি হঠাৎ জুবিন ও সালমানকে উদ্দেশ করে বললেন— ‘তোমাদের জানা আছে তোমার স্বামী আর আমার ছেলে কী করত? ওরা আমার গাড়ি চুরি করে নিয়ে যেত! দুজনেই একেবারে নিকৃষ্ট ছেলে!’ আমি তখন চুপচাপ দাঁড়িয়ে ছিলাম, আর দুজনেই মাথা নিচু করে ছিল।”
স্মৃতি জানান, সে মুহূর্তটি আজও তাঁর মনে গেঁথে আছে, কারণ এটি ছিল সালমান খানের পরিবারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ, এবং তা এতটাই অপ্রত্যাশিতভাবে মজার ছিল যে তিনি হাসি আটকাতে পারেননি।
এছাড়া তিনি শাহরুখ খানের সঙ্গেও প্রথম দেখা হওয়ার কথাও বলেন। স্মৃতি জানান, তাঁর স্বামী জুবিনের মাধ্যমেই শাহরুখের সঙ্গে তাঁর পরিচয়। “আমি জুবিনকে প্রায়ই বলতাম, শাহরুখকে বলে দাও যেন আমাকে একটা সাক্ষাৎকার দেন। একদিন শাহরুখ নিজেই মজা করে বললেন— ‘দেখো, আমি বলছি, বিয়ে কোরো না।’ তখন আমি হেসে বলেছিলাম, ‘ভাই, অনেক দেরি হয়ে গেছে!’”
স্মৃতি ইরানি: অভিনেত্রী থেকে রাজনীতিক পর্যন্ত যাত্রা
দিল্লিতে জন্ম নেওয়া স্মৃতি ইরানি এক মারাঠি-পাঞ্জাবি-বাঙালি পরিবারে বড় হয়েছেন। ১৯৯৪ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে অভিনয়ে আসেন। টেলিভিশনে তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল ‘কিউunki Saas Bhi Kabhi Bahu Thi’ ধারাবাহিকের তুলসি বিরানি চরিত্রটি। পরবর্তীতে তিনি অভিনয় করেছেন ‘মনিবেন.কম’, ‘তিন বহুরানিয়া’ ও ‘কবিতা’-সহ একাধিক সিরিয়ালে।
২০০৩ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং দ্রুত রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১১ সালে গুজরাট থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং ২০১৭ সালে পুনরায় নির্বাচিত হন।
২০১৪ সালে তিনি আমেথি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিপক্ষে লড়েন, যদিও সে বছর পরাজিত হন। কিন্তু ২০১৯ সালে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রাহুলকে পরাজিত করে লোকসভায় প্রবেশ করেন। ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কেএল শর্মা তাঁকে হারিয়ে পুনরায় আসনটি দখল করেন।
সম্প্রতি স্মৃতি আবারও ছোটপর্দায় ফিরেছেন, ‘কিউunki Saas Bhi Kabhi Bahu Thi’-এর রিবুট সংস্করণে তুলসি বিরানি চরিত্রে। জনপ্রিয় অভিনেতা অমর উপাধ্যায়-ও ফিরে এসেছেন মিহির চরিত্রে। সিরিয়ালটি বর্তমানে স্টার প্লাসে প্রচারিত হচ্ছে এবং জিওহটস্টারে স্ট্রিমিং হচ্ছে।