বিনোদন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার গ্র্যামি এবার নতুন এক বিভাগ চালু করছে—‘সেরা অ্যালবাম কভার’। অ্যালবামের ভিজ্যুয়াল আর্ট, কনসেপ্ট ও কভার ডিজাইনকে বিশেষ স্বীকৃতি দিতে ২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড থেকেই এই বিভাগ চালু হচ্ছে বলে ঘোষণা দিয়েছে দ্য রেকর্ডিং একাডেমি।
এই নতুন বিভাগ চালুর ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন পপ তারকা স্যাব্রিনা কার্পেন্টার তাঁর আসন্ন অ্যালবাম ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’–এর কভার ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। কভারে দেখা যায়, স্যাব্রিনা একটি গোলাপি রঙের ল্যাভিশ পোশাকে নিচু হয়ে আছেন, পেছন থেকে কেউ তার চুল টেনে ধরছে। পুরো ভঙ্গিমাটি এমন যে, অনেকে এটিকে কুকুরের মতো অঙ্গভঙ্গি হিসেবে ব্যাখ্যা করেছেন।
নেটমাধ্যমে কেউ কেউ একে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে উসকে দেওয়া এবং ‘মেইল গেইজ’ তৃপ্ত করার প্রচেষ্টা বলে সমালোচনা করছেন। আবার অনেক ভক্ত একে উচ্চমাত্রার শিল্পসত্তার প্রতিফলন বলে দেখছেন, যেখানে পপ সংস্কৃতির বিদ্যমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। অ্যালবামটি বাজারে আসার কথা ২৯ আগস্ট।
নতুন বিভাগ ও সংস্কার
রেকর্ডিং একাডেমি জানিয়েছে, ‘সেরা অ্যালবাম কভার’ বিভাগটি মূলত পূর্বের Best Recording Package এবং Best Boxed or Special Limited Edition Package বিভাগ দুটির সংমিশ্রণে তৈরি। এর লক্ষ্য অ্যালবাম কভারের ডিজাইন, ফটোগ্রাফি, আর্ট ডিরেকশন এবং গ্রাফিক স্টাইলিং–এর স্বতন্ত্রতা ও সৃজনশীলতাকে মূল্যায়ন করা।
এই পরিবর্তনের পাশাপাশি গ্র্যামিতে আরও কিছু নতুন সংস্কার আনা হয়েছে—
‘Best Country Album’ এখন থেকে ‘Best Contemporary Country Album’ নামে দেওয়া হবে।‘Best New Artist’ বিভাগের জন্য নির্ধারিত হয়েছে নতুন যোগ্যতা শর্ত নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি সফল গান মুক্তি পাওয়ার প্রমাণ থাকতে হবে।
রেকর্ডিং একাডেমির সিইও হার্ভে ম্যাসন জুনিয়র বলেন, “এই পরিবর্তনগুলো সময়ের দাবি মেটাতে এবং আমাদের শিল্পীদের বহুমাত্রিকতা উদ্যাপন করতে নেওয়া হয়েছে।”
সামাজিক প্রতিক্রিয়া
স্যাব্রিনা কার্পেন্টারের অ্যালবাম কভার ইতোমধ্যে গণমাধ্যম ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে। কেউ বলছেন, “এমন এক সময় এই কভার এলো, যখন গ্র্যামি ভিজ্যুয়াল আর্টের মূল্যায়নের জন্য নতুন বিভাগ চালু করল—এ যেন কাকতালীয় মিল।” আবার অনেকে মনে করছেন, এই কভার গ্র্যামির নতুন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার যথার্থ উদাহরণ হতে পারে।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরিনাতে অনুষ্ঠিত হবে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস, যেখানে প্রথমবারের মতো ‘সেরা অ্যালবাম কভার’ বিভাগে পুরস্কার প্রদান করা হবে।