Home Second Lead সরকারি হজ প্যাকেজ : দাবি খরচ কমেছে, তবে বাস্তবে কী?

সরকারি হজ প্যাকেজ : দাবি খরচ কমেছে, তবে বাস্তবে কী?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, হজের খরচ কমানো হয়েছে। তবে বিশ্লেষক ও হজযাত্রীদের প্রাথমিক প্রতিক্রিয়া থেকে দেখা গেছে, খরচ কিছু ক্ষেত্রে কমলেও, কিছু ক্ষেত্রে তা আগের বছরের তুলনায় বেড়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

খরচ কমানোর দিকসমূহ

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, বিমান ভাড়া গত বছরের তুলনায় কমানো হয়েছে। গত বছরের বিমান ভাড়া ছিল ১,৬৭,৮২০ টাকা, যা এবার কমিয়ে ১,৫৪,৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুনভাবে চালু হওয়া সাশ্রয়ী প্যাকেজ-৩-এর খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা, যা গত বছরের সর্বনিম্ন খরচের চেয়ে প্রায় ১১ হাজার টাকা কম।

খরচ বৃদ্ধির দিকসমূহ

অন্যদিকে, সৌদি সরকারের স্বাস্থ্যবিমার খরচ ১৩০ সৌদি রিয়াল (প্রায় ৪,২৭০ টাকা) বৃদ্ধি পেয়েছে। এছাড়া ‘দমে শোকর’ বাবদ অতিরিক্ত খরচ ৭২০ সৌদি রিয়াল (প্রায় ২৩,৬৫২ টাকা) নির্ধারণ করা হয়েছে। মিনা ও আরাফার তাঁবু ভাড়াও ৪.২% বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, সৌদি রিয়ালের বিনিময় হার ৩২.৫০ থেকে ৩২.৮৫ টাকায় বেড়ে গেছে।

হজযাত্রীদের প্রতিক্রিয়া

হজযাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন সাশ্রয়ী প্যাকেজের সুবিধা প্রশংসা করলেও অতিরিক্ত খরচ ও রিয়াল বিনিময় বৃদ্ধিকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন অনেকে।

খরচের দিক থেকে দেখা যায়, কিছু ক্ষেত্রে হজ কম ব্যয়সাধ্য হলেও কিছু ক্ষেত্রে তা আগের বছরের তুলনায় বেড়েছে। তাই ধর্ম উপদেষ্টার দাবি যে খরচ কমেছে, তা পুরোপুরি বাস্তবসম্মত নয়। হজযাত্রীদের জন্য সামগ্রিক খরচের এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

খরচের উপাদান পরিবর্তন
বিমান ভাড়া কমেছে
স্বাস্থ্যবিমা খরচ বেড়েছে
দমে শোকর খরচ নতুন সংযোজন
মিনা ও আরাফা তাঁবু ভাড়া বেড়েছে
সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে