চাঁপাইনবাবগঞ্জে জসিম উদ্দিন হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি জেলার নাচোলের উষির-বেলডাঙ্গার আমির আলী মাস্টারের ছেলে।
বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিটর (পিপি) রবিউল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পলশা-মিশন বাজারে জসিম উদ্দীনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে স্থানীয় একটি হোটেলের পিছনে বেঁধে রেখে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করে আসামিরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই তার বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া ২০১৭ সালের ২৩ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত খাইরুল ও তার স্ত্রী লাইলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।










