Home আন্তর্জাতিক ড. ইউনূসের সঙ্গে হলিউড অভিনেতা এলবারের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে হলিউড অভিনেতা এলবারের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে হলিউড অভিনেতা ইদ্রিস এলবার

বিজনেসটুডে২৪ ডেস্ক: কাতার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের  সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবারের।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিনেতা ইদ্রিস এলবার সাথে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে কাতারের রাজধানী দোহায় আছেন। দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।

ইদ্রিস আকুনা এলবা একজন ব্রিটিশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ এবং ডিজে। যিনি এইচবিও ধারাবাহিক দ্য অয়্যারে মাদক পাচারকারী স্ট্রিঙ্গার বেল, বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম (২০১৩) এ নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

তিনি সেরা মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছেন।