Home বিনোদন ঢাকায় ফুচকা-ঝালমুড়িতে মাতোয়ারা পাকিস্তানি তারকা হানিয়া আমির

ঢাকায় ফুচকা-ঝালমুড়িতে মাতোয়ারা পাকিস্তানি তারকা হানিয়া আমির

আহসান মঞ্জিলের সামনে বাংলাদেশি জনপ্রিয় ফুডভ্লগার ইফতেখার রাফসানের সঙ্গে মাটির কাপে দুধ চা খাচ্ছেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি রাজধানীতে আসেন। ঢাকায় পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উষ্ণ অভ্যর্থনার বার্তা জানান এই তারকা। এরপর থেকেই তার সফর ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে দেখা যায় হানিয়াকে। সেখানে ঘোরাঘুরির সময় তার সঙ্গে ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুডভ্লগার ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। একসঙ্গে তারা ফুচকা, ঝালমুড়ি খেয়েছেন, মাটির কাপে দুধ চা উপভোগ করেছেন। এমনকি রিকশায় চড়েও ঘুরেছেন। সেই সব মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

হানিয়া তার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন— ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোতে রাফসানকেও দেখা গেছে। অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে ছবি দিয়ে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’— যা ভক্তদের মধ্যে আরও আলোচনার জন্ম দিয়েছে।

আহসান মঞ্জিল ভ্রমণের সময় হানিয়াকে হালকা বেগুনি রঙের সালোয়ারে দেখা যায়, যার সঙ্গে মানানসই তার খোলা কালো চুল ভক্তদের নজর কাড়ে। তিনি টিম মেম্বার, আয়োজক এবং অন্যান্য ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও ছবি তুলেছেন।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকবেন হানিয়া আমির। আগামীকাল (২১ সেপ্টেম্বর) তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। এরপরই ফিরবেন নিজ দেশ পাকিস্তানে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া হানিয়া আমির অল্প সময়েই নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়তা পান। ২০১৬ সালে ‘জানান’ সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, *‘দিলরুবা’*সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি বলিউডেও অভিষেক করেছেন ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে।

বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি। ঢাকায় তার এই সফর ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।