আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন এবং ইংরেজি নববর্ষের ঠিক আগমুহূর্তে উৎসবমুখর পরিবেশ নিমিষেই পরিণত হলো বিষাদে। অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডাই বিচে (Bondi Beach) ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কা’ (Hanukkah) চলাকালে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
১৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকাল চলায় সৈকতটি পর্যটক ও স্থানীয়দের পদচারণায় মুখর ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শোনার পরপরই সার্ফিং ও সাঁতারে ব্যস্ত মানুষেরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন এবং সৈকত এলাকা দ্রুত খালি করার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আনন্দঘন সৈকতটি যেন এক নরকে পরিণত হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে সাহসিকতার সাথে কাবু করে ফেলেন এক সাধারণ নাগরিক। অপর সন্দেহভাজন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।
অস্ট্রেলিয়া সরকার এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আনন্দ ও বিশ্বাসের একটি পবিত্র দিনে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এটি একটি জঘন্য ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড।










