আন্তর্জাতিক ডেস্ক: রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধ মহাপরিদপ্তর। দীর্ঘ পর্যবেক্ষণ ও ট্র্যাকিং অভিযানের পর এদের আটক করা হয়।
রয়্যাল ওমান পুলিশ -এর বরাতে জানানো হয়েছে, অভিযুক্তদের কাছ থেকে ৮৫ কিলোগ্রামেরও বেশি হাশিশ ও গাঁজা এবং ৭০ হাজার সাইকোট্রপিক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদক কুরাইয়াত উপকূলবর্তী এলাকায় একটি স্থানে গোপনে রাখা হয়েছিল এবং তা একটি গাড়িতে লোড করে পাচার ও ভোগের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ঘ ও নিখুঁত পর্যবেক্ষণ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮৫ কিলোগ্রামের বেশি হাশিশ ও গাঁজা এবং ৭০ হাজার সাইকোট্রপিক ট্যাবলেট জব্দ করা হয়, যা কুরাইয়াত উপকূলে একটি গোপন স্থানে রাখা ছিল। গাড়িতে লোড করে তা পাচার ও ভোগের উদ্দেশ্যে পরিবহনের প্রস্তুতি নিচ্ছিল তারা। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
ওমান পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক মাদক চক্রকে দমন ও দেশকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।