এভিয়েশন ডেস্ক: দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান একই দিনে বিধ্বস্ত হয়েছে আধা ঘণ্টার মধ্যে । দুইটি বিমানই ছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ থেকে পরিচালিত। ঘটনায় পাঁচজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এবং নৌবাহিনী সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে এমএইচ ৬০ আর সি হক মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর প্রায় আধা ঘণ্টা পর বিকেল ৩টা ১৫ মিনিটে একই যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করা একটি এফ এ ১৮ এফ সুপার হর্নেট যুদ্ধবিমানও দুর্ঘটনায় পড়ে। উভয় বিমানের ক্রুসহ মোট পাঁচজন সদস্যকে উদ্ধার করে ইউএসএস নিমিৎজে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
নৌবাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি বিমানই রুটিন সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। তবে কী কারণে পরপর দুটি বিমান বিধ্বস্ত হলো তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি যান্ত্রিক ত্রুটি বা সমন্বয়গত সমস্যার কারণে ঘটতে পারে।
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল কাজ করছে। নৌবাহিনী বলছে, দুর্ঘটনা ঘটার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং ৩০ মিনিটের মধ্যেই বিমানের সদস্যদের উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
দক্ষিণ চীন সাগর সামরিকভাবে বিশ্বের অন্যতম সংবেদনশীল অঞ্চল। যুক্তরাষ্ট্র নিয়মিত এই সাগরে সামরিক মহড়া পরিচালনা করে থাকে, যা প্রায়ই চীনের সঙ্গে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের উপস্থিতি এই এলাকায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এই দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুটি বিমান একই জাহাজ থেকে উড্ডয়ন করার পর খুব অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হওয়ায় নৌবাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইউএসএস নিমিৎজ থেকে সব ধরনের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিমান দুটি দক্ষিণ চীন সাগরের কোন এলাকায় পড়ে গেছে তা এখনো প্রকাশ করা হয়নি। নৌবাহিনী জানিয়েছে, ঘটনাস্থল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ওই স্থানটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা সম্ভব নয়।
বিশ্লেষকরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য বড় ধরনের সতর্কবার্তা। একই দিনে দুটি বিমান হারানো কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং পরিচালনাগত ঘাটতির ইঙ্গিতও হতে পারে। সামরিক মহড়ায় একযোগে এমন দুর্ঘটনা ভবিষ্যতে সামুদ্রিক কার্যক্রমের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
মেটা বর্ণনা:
দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান একই দিনে বিধ্বস্ত হয়েছে। পাঁচজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তে মার্কিন নৌবাহিনী উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।










