বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা উপজেলায় অবস্থিত কৃষি ব্যাংকের একটি শাখায় ভয়াবহ লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশ গেটের পাঁচটি তালা ভেঙে এবং ভল্টের লকার কেটে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনাস্থল পূর্ব রূপসা পেট্রোল পাম্প এবং পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির পাশে, খুলনা-মোংলা মহাসড়কের ধারে অবস্থিত। ব্যাংকটি শুক্রবার (১৫ আগস্ট) বন্ধ থাকায় কোনো কর্মকর্তা-কর্মচারী বা নিরাপত্তা প্রহরী দায়িত্বে ছিলেন না।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা প্রহরী আবুল কাশেম ব্যাংকের সামনে গিয়ে দেখেন মেইন গেটের তালা ভাঙা এবং ভল্টের লকার খোলা। এরপর তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানান।
আবুল কাশেম জানান, লুটপাটের আগে প্রতিটি সিসিটিভি ক্যামেরার লেন্সে রুমাল বেঁধে দেওয়া হয়েছিল যাতে দুর্বৃত্তদের চেহারা ধরা না পড়ে। তার ধারণা, শুক্রবার বিকেলের দিকেই এই চুরির ঘটনা ঘটে।
কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের ভল্টে মোট ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তালা ভেঙে ভল্টের ভেতর থেকে সমস্ত অর্থ নিয়ে গেছে। ঘটনাটি জানার পর আমরা দ্রুত পুলিশকে অবহিত করি।”
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময় লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কারা এ ঘটনায় জড়িত তা উদ্ঘাটনের জন্য ফুটেজ বিশ্লেষণ চলছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, ব্যাংকটি জনবহুল এলাকায় হলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা সহজেই এ ঘটনা ঘটাতে পেরেছে। তাদের দাবি, এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়মিত নিরাপত্তা প্রহরী না থাকা এবং সিসিটিভি নজরদারির ঘাটতি এই ধরনের ঘটনার সুযোগ তৈরি করেছে।