বনি কাপুর ও প্রয়াত মোনা শৌরী কাপুরের কন্যা অনশুলা বরাবরই ছিলেন লাইমলাইটের আড়ালে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন তিনি। বিশেষ করে নিজের ওজন কমানো ও আত্মবিশ্বাসী জীবনের যাত্রা নিয়ে আলোচনায় আসেন। ব্যক্তিগত জীবনে রোহন ঠাক্কারের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের হলেও, এবার তা আনুষ্ঠানিক পরিণতির দিকে এগিয়ে গেল।
বাগদানের খবর জানার পরপরই কাপুর পরিবারের সদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বাবা বনি কাপুর ইনস্টাগ্রামে লেখেন, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, দ্রুত ফিরে এসো, আমরা উদযাপনের অপেক্ষায় আছি। একইসঙ্গে ভাই অর্জুন কাপুর ও বোন জানভী কাপুরও খুশির আবেগে ভাসেন। অনশুলার এই বিশেষ দিনে মা মোনার স্মৃতিও যেন সকলের মনে ভেসে ওঠে।
এদিকে, অনশুলার বিয়ের খবরে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে জানভী ও খুশি কাপুরের ভবিষ্যৎ বিয়ে নিয়েও। যদিও তারা এখনো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে বিভিন্ন সাক্ষাৎকারে নিজেদের স্বপ্নের বিয়ে নিয়ে কথা বলেছেন। জানভী জানিয়েছেন, তিনি চুপচাপ, ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে তীরুপতিতে বিয়ে করতে চান। অপরদিকে খুশি চান থিমভিত্তিক জমকালো আয়োজন, তবে মুম্বইতেই অনুষ্ঠান করতে চান।
এই বিয়ে কাপুর পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি বলিউড প্রেমীদের জন্যও এক দারুণ উৎসবের উপলক্ষ। কাপুর পরিবার বরাবরই হিন্দি চলচ্চিত্রে প্রভাবশালী নাম, তাই তাদের পারিবারিক অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের আগ্রহও তুলনাহীন। অনশুলার বিয়েকে ঘিরে আগামী দিনগুলোতে আরও অনেক আয়োজন ও তথ্য প্রকাশ পাওয়ার আশা করা যায়।
পরিশেষে বলা যায়, কাপুর পরিবারের এই নতুন বিয়ের উৎসব শুধু বলিউড নয়, ভারতীয় সংস্কৃতির এক আনন্দঘন বহিঃপ্রকাশ। অনশুলা ও রোহনকে বিজনেসটুডে২৪ পরিবারের পক্ষ থেকে রইল শুভকামনা।
শেয়ার করুন, মতামত দিন, আপনার পছন্দের কাপুর কন্যার বিয়ের আয়োজনে আপনি কী দেখতে চান?