আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরের উত্তাল জলরাশি পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে একটি বিশাল মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে বিশাল একটি অংশ অর্থাৎ ৪৩৭ জনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি (AP) এবং স্থানীয় কর্তৃপক্ষ।
গত শুক্রবার ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণের সমুদ্রপথে একটি মাছ ধরার নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়।
গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ২৫ মিটার দীর্ঘ কাঠের নৌকাটি সাগরে ভাসমান অবস্থায় বিপদে পড়ে। শক্তিশালী বাতাসের কারণে নৌকাটি যেকোনো সময় ডুবে যাওয়ার উপক্রম হলে গ্রিক কর্তৃপক্ষ একটি বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করে। ওই এলাকায় থাকা দুটি মালবাহী জাহাজ এবং কোস্টগার্ডের টহল বোটের সহায়তায় অভিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটি লিবিয়ার পূর্ব উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। এদের গন্তব্য ছিল মূলত ইতালি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এটি পথ হারিয়ে গ্রিসের জলসীমায় ঢুকে পড়ে। এই যাত্রার জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে পাচারকারী চক্র ৫ হাজার থেকে ৯ হাজার ইউরো পর্যন্ত হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসীদের পরিসংখ্যান একনজরে:
| ক্যাটাগরি | সংখ্যা/তথ্য |
| মোট উদ্ধারকৃত | ৫৩৯ জন |
| বাংলাদেশি নাগরিক | ৪৩৭ জন |
| অন্যান্য জাতীয়তা | মিশরীয়, সিরীয় ও সুদানি |
| নৌকার ধরণ | ২৫ মিটার লম্বা মাছ ধরার ট্রলার |
| যাত্রার উৎস | লিবিয়া |
উদ্ধারকৃত অভিবাসীদের বর্তমানে ক্রিট দ্বীপের কাসটেলি কিসামোস এলাকায় একটি ইনডোর জিমনেসিয়ামে রাখা হয়েছে। গ্রিক পুলিশ জানিয়েছে, মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আট ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা মূলত সিরীয় ও মিশরীয় নাগরিক।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, লিবিয়া থেকে ইতালি বা গ্রিসের এই রুটটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক সমুদ্রপথ। তা সত্ত্বেও উন্নত জীবনের আশায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের তরুণরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পা বাড়াচ্ছেন। “এটি সাম্প্রতিক সময়ে আমাদের দেখা অন্যতম বড় এবং জনাকীর্ণ উদ্ধার অভিযান। নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা নিরাপত্তা সরঞ্জাম কিছুই ছিল না।” — গ্রিক কোস্টগার্ডের একজন মুখপাত্র।
গ্রিসের অভিবাসন বিভাগ এখন উদ্ধারকৃতদের নিবন্ধন ও তথ্য যাচাইয়ের কাজ করছে। বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হতে পারে।










