Home বিজিএমইএ ও বিকেএমইএ বিজিএমইএ নেতা রকিবের জানাজা ও দাফনের সময়সূচি

বিজিএমইএ নেতা রকিবের জানাজা ও দাফনের সময়সূচি

আবদুল্লাহ হিল রকিব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: কানাডায় বেদনাদায়ক নৌকাডুবিতে নিহত টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ’র সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রকিবের মরদেহ আগামী শুক্রবার (১৩ জুন) রাতে ঢাকায় পৌঁছাবে।

রকিবের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ জুন) কানাডা থেকে তার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে এবং শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পরে মরদেহ সরাসরি তার বনানীর বাসভবনে নেওয়া হবে।

এর আগে, কানাডার টরন্টোর ড্যানফোর্থ এলাকার সুন্নাত জামাত মসজিদে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে ফিরে শনিবার (১৪ জুন) বিজিএমইএ ভবনে রকিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত ৮ জুন কানাডার একটি হ্রদে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় আবদুল্লাহ হিল রকিব ও বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডু নিহত হন। তাদের মৃত্যুতে দেশের তৈরি পোশাক খাতে নেমে আসে শোকের ছায়া।

বিজিএমইএ এবং বিকেএমইএ নেতৃবৃন্দ রকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন, নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রকিব ছিলেন একজন প্রগতিশীল উদ্যোক্তা ও অঙ্গীকারবদ্ধ নেতৃত্বের প্রতিচ্ছবি। তার নেতৃত্ব ও অবদান বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।