Home Third Lead এবার হামলা ইরাকে

এবার হামলা ইরাকে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ক্রমশই বেড়ে চলেছে ইরান-ইসরাইল সংঘাত। শুক্রবার গভীর রাতে ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর ওপর এবার হামলা চালানো হল। ব্যাপক বিস্ফোরণ হয়। হামলায় একজনের মৃত্যু ও ৮ জনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে। এই ঘটনার পিছনে অবশ্য তাদের কোনও ভূমিকা নেই বলে জানিয়ে দিয়েছে আমেরিকা।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারা মিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত।

জানা গেছে, ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনাঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রের খবর, বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ১ সেনা নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হয়েছিল ইসরাইল ও হামাসের মধ্যে। ফিলিস্তিনের উপরে নারকীয় হামলা চালাতে চালাতে তার আঁচ গিয়ে পড়ে পড়শি দেশগুলোর দিকে।

সম্প্রতি সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালাতেই সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান এবং সেই মতো চলতি সপ্তাহেই ইজরায়েলের উপরে ২০০-রও বেশি মিসাইল দিয়ে হামলা করে ইরান। পাল্টা জবাবে আবার ইরানে হামলা চালায় ইসরাইল। এবার ইরাকেও ইরানপন্থী সেনাদের উপরে বোমাবর্ষণ হল।