রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের উচ্চতর শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ ও এটিকে সময়োপযোগী করার আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৮ পেশ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ইউজিসির চেয়ারম্যান রাষ্ট্রপতি হামিদকে এই প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁকে জানান।
এ সময় ইউজিসি চেয়ারম্যান শহীদুল্লাহ বলেন, তাঁরা ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারদের জন্য একটি অভিন্ন নিয়োগ নীতি প্রবর্তন করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি বলেন, কমিশন শিক্ষকদের দক্ষতা বাড়াতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে।
“পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষকদের ‘দেশে এবং বিদেশে উচ্চতর এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ’ দেওয়া হবে”, যোগ করেন ইউজিসি চেয়ারম্যান।
অধ্যাপক শহীদুল্লাহ আরো বলেন যে, তাঁরা একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন যা সময়োপযোগী এবং মানসম্পন্ন গবেষণার কেন্দ্রবিন্দু হবে।
ইউজিসির বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি শিক্ষার মান ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নেওয়ার পরামর্শ দেন। তিনি স্নাতকদের জন্য একাডেমিক পাঠ্যক্রম বেছে নেওয়ার ক্ষেত্রে বিশ্বমান অনুসরণ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির জন্য অভিন্ন নীতি চালু করার আগে ইউজিসিকে আরো আলোচনার জন্য নির্দেশনা দেন।
ইউজিসি চেয়ারম্যান গত ৩০ নভেম্বর প্রথমবারের মতো সমন্বিতভাবে অনুষ্ঠিত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করেন। তিনি বলেন, এই পদ্ধতি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের আর্থিক ও দুর্ভোগ লাঘব করেছে।
রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি অনুসরণ করবে।
ইউজিসি চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছ থেকে তাদের উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য নির্দেশনা এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
-ইউএনবি