Home Third Lead বাস-ট্রলি সংঘর্ষে ২ জন নিহত

বাস-ট্রলি সংঘর্ষে ২ জন নিহত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বরিশাল: রবিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট পরিবহনকারী ট্রলির সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সকাল পৌণে ৭ টার দিকে উজিরপুরের মুন্ডপাশা এলাকায দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন নামে যাত্রীবাহী বাসের সাথে ট্রলির ঐ সংঘর্ষ হয়েছে মুখোমুখি।  এতে ট্রলিটি ভেঙ্গেচুরে সড়কে ছিটকে পড়ে। গাছের সাথে ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। বাসটি সড়কের পাশে বড় গাছে আটকে গেছে।

উজিরপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং হতাহতদের উদ্ধার করে। সাকুরা পরিবহনের চালক সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজন হলেন ট্রলি চালক সোহরাব হাওলাদার( ২৮) এবং হেলপার রুবেল হাওলাদার (২০)। চালক বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ও হেলপার একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

ঘটনার সাথে সাথে ঘা ঢাকা দিয়েছে বাস চালক। উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।