ভোটের মাঠ ছাড়লেন এনসিপির কাশেম: ফেনী-৩ আসনে তোলপাড়!
বিজনেস্টুডে২৪ প্রতিনিধি, ফেনী:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্দরে অস্থিরতা যেন থামছেই না। ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর পর এবার দল থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনের শক্তিশালী সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় নেতা আবুল কাশেম।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি দল ও নির্বাচন—উভয় থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আবুল কাশেমের পদত্যাগের কারণ হিসেবে উঠে এসেছে দলের রহস্যময় ‘রাজনৈতিক সমঝোতা’। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এনসিপি যেসব রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়েছে, তা তার ব্যক্তিগত আদর্শের সাথে সাংঘর্ষিক।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন: “সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে আবুল কাশেম বেশ আলোচনায় ছিলেন। তার এই আকস্মিক বিদায়ে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। কাশেম জানিয়েছেন, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয়, বরং মতাদর্শগত ভিন্নতার কারণে নেওয়া একটি ‘দায়িত্বশীল’ সিদ্ধান্ত। তিনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমাও চেয়েছেন।
এদিকে আবুল কাশেমের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেও এনসিপি ফেনী জেলা শাখা বিষয়টি নিয়ে কিছুটা অপ্রস্তুত। ফেনী জেলার সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন এবং কোনো লিখিত পদত্যাগপত্র পাননি। তবে আবুল কাশেম তার সিদ্ধান্তে অনড় বলে জানা গেছে।
রাজনীতি বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নেতাদের পর জেলা পর্যায়ের প্রার্থীদের এই ‘গণপদত্যাগ’ এনসিপিকে অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। বিশেষ করে ‘রাজনৈতিক সমঝোতা’ নিয়ে আবুল কাশেমের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, দলটির ভেতরে বড় কোনো গোপন মেরুকরণ চলছে যা মাঠপর্যায়ের নেতারা মেনে নিতে পারছেন না। নির্বাচনের আগমুহূর্তে এমন ভাঙন দলটির গ্রহণযোগ্যতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।










