Home ব্যাংক-বিমা এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ মাহবুব

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ মাহবুব

সৈয়দ মাহবুবুর রহমান

সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ঢাকা ব্যাংকের এমডি-সিইওর দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জনের পর তিনি সাবিনকোতে মনিটরিং অফিসার হিসেবে ১৯৮৮ সালে পেশাজীবন শুরু করেন। মাহবুবুর রহমান ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটিব্যাংক এনএসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ ও ২০১৯ সালের জন্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১১ থেকে ২০১৩ সালের অর্জনের জন্য দ্য এশিয়ান ব্যাংকার লিডারশিপ অ্যাওয়ার্ড ফর বাংলাদেশে ভূষিত হন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।