Home আকাশ পথ স্বপ্ন দেখা পরিবার আজ শুধুই স্মৃতি: আকাশেই থেমে গেল যাত্রা

স্বপ্ন দেখা পরিবার আজ শুধুই স্মৃতি: আকাশেই থেমে গেল যাত্রা

এভিয়েশন ডেস্ক:

রাজস্থানের বাঁশওয়ারা শহরজুড়ে এখন শুধু কান্না আর স্তব্ধতা। চিকিৎসক কোমি ব্যাস, তাঁর স্বামী প্রতীক যোশী এবং তাঁদের তিন শিশুসন্তান লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিলেন নতুন জীবনের আশায়। কিন্তু ভাগ্য এমন নির্মম চিত্র আঁকল, যে গন্তব্যে পৌঁছনোর আগেই শেষ হয়ে গেল তাদের যাত্রা জীবনেরও।

ব্রিটেনে দীর্ঘ ছয় বছর ধরে বসবাস করছিলেন প্রতীক যোশী, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পরিবারের স্বপ্ন ছিল একসাথে বিদেশে এক নতুন অধ্যায় শুরু করার। সেই স্বপ্ন বাস্তবের পথে হাঁটছিল। কোমি ব্যাস চিকিৎসকের চাকরি ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ জন্য মাত্র দু’দিন আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া এই সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি এত ভয়াবহ হবে, কেউ কল্পনাও করেননি।

তাঁরা যাত্রা শুরু করেছিলেন আমেদাবাদ থেকে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে চেপে। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটল দুর্ঘটনা। কোনো যাত্রীই বাঁচলেন না। কোমি ব্যাস ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের প্রাণ ঝরে গেল একসঙ্গে।

বাঁশওয়ারা শহরের মানুষ এই দম্পতিকে চিনতেন স্বপ্নদ্রষ্টা ও অধ্যবসায়ী হিসেবে। তাঁরা উচ্চশিক্ষিত, মানবিক, পরিশ্রমী—এবং সবচেয়ে বড় কথা, তাঁরা ছিলেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ব্যতিক্রমী রকমের সচেতন। তাই তাঁদের এই অসময়ে বিদায় শহরের প্রতিটি হৃদয়ে নাড়া দিয়েছে। প্রাক্তন সহকর্মী, আত্মীয়, প্রতিবেশী সকলেই অশ্রুসিক্ত। এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, “তাঁরা শুধু সফল মানুষই ছিলেন না, ছিলেন উষ্ণ হৃদয়ের মানুষ। পুরো শহর শোকে বিহ্বল।”

এই বিমান দুর্ঘটনায় রাজস্থানের আরও কিছু পরিবারও চিরতরে শোকস্তব্ধ হয়ে গেছে। উদয়পুরের পিঙ্কু মোদীর দুই সন্তান শুভ মোদী (২৪) ও শাগুন মোদী (২২) নিহত হয়েছেন। রুন্দেদা গ্রামের বাসিন্দা ভারদি চাঁদ মেনারিয়া ও প্রকাশ মেনারিয়া এবং নারী শিক্ষায় স্বেচ্ছাসেবী খুশবু রাজপুরোহিতও প্রাণ হারিয়েছেন।

সামান্য সময়ের ব্যবধানে এক স্বপ্নময় পরিবার পরিণত হয়েছে এক শোকগাথায়। এ এক মৃত্যু, যা শুধু পাঁচটি জীবনকেই থামিয়ে দেয়নি একটি শহর, একাধিক পরিবার ও বহু হৃদয়ের স্বপ্নকেও নিস্তব্ধ করে দিয়েছে।

🔁 প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন
📰 আরও এমন প্রতিবেদন পেতে ভিজিট করুন BusinessToday24.com