Home রেমিটেন্স যোদ্ধাদের খবর ওমান প্রবাসীদের আবেগতাড়িত হয়ে দেশে না ফেরার আহ্বান

ওমান প্রবাসীদের আবেগতাড়িত হয়ে দেশে না ফেরার আহ্বান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাস্কাট(ওমান): করোনাভাইরাস পরিস্থিতিতে ভীত সন্ত্রস্থ ও আবেগতাড়িত হয়ে এখানে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার।

আজ শনিবার এক খোলাচিঠিতে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈধভাবে সর্বনিম্ন আয় করার সুযোগও যদি থাকে তাহলে কষ্ট করে থেকে যাওয়ার চেষ্টা করুন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অন্য দেশের মত ওমান সহসাই ঘুরে দাঁড়াবে।

ওমানে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে রাষ্ট্রদূত বলেন, বিদেশ থেকে এ সমযে লাখ লাখ লোক দেশে গিয়ে নতুনভাবে জীবন জীবিকা শুরু করতে গেলে হয়তো অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

খোলাচিঠিতে উল্লেখ করা হয়, হাজার হাজা প্রবাসী নিম্নআয়ের লোকজন লকডাউনের কারণে আয়ের পথ হারিয়ে নিদারুণ আর্থিক, মানসিক ও শারিরীক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।এদের সহায়তায় এগিয়ে আসার জন্য স্বচ্ছল বাংলাদেশি প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।

দূতাবাসের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে নিম্নআয়ের সাড়ে ৩ হাজার প্রবাসীর মধ্যে। এছাড়া, বাংলাদেশ সোস্যাল ক্লাব, সুলতান কাবুজ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও অনুরূপ সহায়তা নিয়ে এগিয়ে  এসেছে বলে উল্লেখ করা হয় খোলা চিঠিতে।

উল্লেখ্য, ওমানের বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশ প্রবাসীরা চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।