Home Second Lead ওসি প্রদীপ-এসপি মাসুদের ফোনালাপ খতিয়ে দেখা হচ্ছে

ওসি প্রদীপ-এসপি মাসুদের ফোনালাপ খতিয়ে দেখা হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও কক্সবাজারের এসপি মাসুদ হোসেনের মধ্যে যে ফোনালাপ গণমাধ্যমে প্রচার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার বিকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে.কর্নেল আশিক বিল্লাহ এ্ তথ্য জানিয়ে বলেছেন,  প্রয়োজনে এসপি মাসুদ হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

বলেন, বিভিন্ন গণমাধ্যমে যে ফোনালাপ প্রকাশিত হয়েছে তা র‍্যাবের নজরে এসেছে। এই ফোনালাপের বিষয়টি যাচাই-বাছাই করছি। যাচাই করার পর তদন্ত কর্মকর্তার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলায় মোট ৯ জন আসামির নাম রয়েছে। এদের মধ্যে ৭ জন আদালতে আত্মসমর্পণ করেছে। অন্য দু’জনের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।