Home আকাশ পথ সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাপানের কানসাই বিমানবন্দর

সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাপানের কানসাই বিমানবন্দর

প্রকৌশলবিদ্যার বিস্ময় এখন অস্তিত্বের সংকটে

এভিয়েশন ডেস্কঃ ৩০ বছর আগে আধুনিক প্রকৌশলবিদ্যার এক বিস্ময় হিসেবে যাত্রা শুরু করেছিল জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সমুদ্রের মাঝখানে সম্পূর্ণ কৃত্রিম দ্বীপের ওপর নির্মিত এই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম অনন্য স্থাপনা হিসেবে বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। কিন্তু যুগান্তকারী নকশা সত্ত্বেও, বিমানবন্দরটি ধীরগতিতে কিন্তু নিশ্চিতভাবেই নিচের দিকে দেবে যাচ্ছে।

১৯৮৭ সালে নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে বিমানবন্দরের প্রধান কৃত্রিম দ্বীপটি প্রায় ৩৮ ফুট (১২ মিটার) দেবে গেছে। অন্যদিকে, বিমানবন্দর চত্বরের আলাদা অংশে অবস্থিত দ্বিতীয় দ্বীপটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত মোট ৫৭ ফুট (১৭.৫ মিটার) নিচে নেমে গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্তমান হারে যদি এই পতন অব্যাহত থাকে, তবে ২০৫৬ সালের মধ্যে বিমানবন্দরটি আরও ১৩ ফুট (৪ মিটার) দেবে যেতে পারে। এর ফলে এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় পৌঁছে যাওয়ার বা ডুবে যাওয়ার ঝুঁকি রয়েছে।

মানুষের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সৃষ্টির ওপরও যে প্রকৃতির ক্ষমতা প্রবল, তার এক উদ্বেগজনক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে জাপানের এই ভাসমান বিমানবন্দর। প্রকৌশলবিদ্যার এই বিস্ময়টি এখন নিজের অস্তিত্ব রক্ষায় লড়াই করে যাচ্ছে।