বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বহির্নোঙরে থাকা ৫টি স্ক্র্র্যাপ জাহাজ কোয়ারেন্টাইনে। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে এগুলোকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শিপ ব্রেকাররা জাহাজগুলো আমদানি করেছেন সীতাকুণ্ডে ভাঙ্গার জন্য।
শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্ক্র্যাপ জাহাজ আমদানি স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বহির্নোঙরে থাকা ৫টি জাহাজকে দু’সপ্তাহর জন্য কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়।
জাহাজ ৫টি হলো:
স্টার অব লাক। আমদানিকারক কে আর স্টিল। ২৩ মার্চ জাহাজটি বহির্নোঙরে পৌঁছেছে।
ক্যাপে স্টেফানি। আমদানিকারক এস এন কর্পোরেশন। বহির্নোঙরে এসেছে ২৯ মার্চ।
স্টেলার রিয়া। ২০ মার্চ পৌঁছে বহির্নোঙরে। আমদানিকারক এস এন কর্পোরেশন।
ইউহুয়া। আমদানিকারক এন আর শিপব্রেকিং। ২০ মার্চ পৌঁছে বহির্নোঙরে।
ইউসোলাই। আমদানিকারক আসাদি স্টিল এন্টারপ্রাইজ। ২৩ মার্চ জাহাজটি বহির্নোঙরে পৌঁছেছে।
সীতাকুণ্ডে অবস্থিত শিপব্রেকিং শিল্পে নিয়োজিত প্রায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় ৭ এপ্রিল পর্যন্ত স্ক্রাপ জাহাজ আমদানি বন্ধ এবং ঐ ৫ জাহাজের কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছে।