বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শিল্প মন্ত্রনালয় চট্টগ্রামের খাজা শিপব্রেকিং লিমিটেড এবং এসএন কর্পোরেশনের স্ক্র্যাপ জাহাজ আমদানি স্থগিত করেছে।
মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, মেসার্স খাজা শিপব্রেকিং ইয়ার্ড এবং এসএন কর্পোরেশন ( ইউনিট-২ )’র বিরুদ্ধে ঐ ব্যবস্থা নেয়া হয়েছে গত সপ্তাহে । তাদেরকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা করে। খাজা শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজ আমদানি ও স্থানীয়ভাবে সংগ্রহের অনুমতি ৪ মাসের জন্য স্থগিত করা হয়েছে। অপরটির অনুমতি স্থগিত করা হয়েছে ৩ মাসের জন্য।
গত ২৯ সেপ্টেম্বর খাজা শিপব্রেকিং-এ ইয়ার্ডের হুইচ মেশিন অপারেটর তছলিম উদ্দিন কাজ করছিলেন। এসময় হঠাৎ করে লোহার বড় একটি শিটের টুকরো তার শরীরের উপর পড়লে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। ইয়ার্ডের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেটার তদন্ত প্রতিবেদনের মতামত, ইয়ার্ড কর্তৃপক্ষের জবাব এবং কমপ্লায়েন্স পরিস্থিতি বিবেচনায় বিধি মোতাবেক আলোচ্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
গত ১৮ সেপ্টেম্বর এস এন কর্পোরেশনে ( ইউনিট-২ ) দুর্ঘটনা ঘটে। তদন্ত প্রতিবেদন, কর্তৃপক্ষের জবাব এবং কমপ্লায়েন্স পরিস্থিতি বিবেচনা করে শিপব্রেকিং এন্ড শিপ রিসাইক্লিংরুলস, ২০১১ মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
দুটি ইয়ার্ডকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক, সেইফটি অফিসার ও ইয়ার্ড ম্যানেজার নিয়োগ করতে বলা হয়েছে। তাছাড়া, তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।