Home Second Lead খুলে দেয়া হয়েছে মসজিদুল হারাম ও নববী

খুলে দেয়া হয়েছে মসজিদুল হারাম ও নববী

পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

সৌদি সরকার পবিত্র মসজিদুর হারাম ও মসজিদে নববী খুলে দিয়েছে।

করোনাভাইরাস (কডিভ১৯) প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্ন অভিযানের জন্য বন্ধ রাখা হয়েছিল। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়া আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।

ভাইরাস প্রতিরোধে মসজিদগুলো পরিচ্ছন্ন করার জন্যই বন্ধ রাখা হয়েছিল। তা সম্পন্ন হওয়ার পর খুলে দেয়া হয়েছে।

পবিত্র মসজিদ দু’টি উন্মুক্ত করে দেয়া হলেও ওমরাহ শুরুর বিষয়ে কোন সিদ্ধান্ত নেই।