Home দিল্লি ভারতে ঘোড়াকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

ভারতে ঘোড়াকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

একটি ঘোড়াকে গণধর্ষণের অভিযোগ উঠল ৫ যুবকের বিরুদ্ধে। নক্কারজনক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বরেলি জেলায়।

ঘটনায় তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত বর্তমানে পলাতক। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই হয়নি।

ভিডিওতে দেখা গিয়েছে, ভাগবত শরণ নামের এক যুবক ঘোড়াটির উপর যৌন নির্যাতন চালাচ্ছে। সেইসময় আরেক যুবক ঘোড়ার দড়ি ধরে রয়েছে। বাকিরা এই কুকর্মে ভাগবতকে উৎসাহ দিচ্ছে। ধৃতদের প্রত্যেকরই বয়স ২০-২৩ বছরের মধ্যে। ধৃতদের নাম  দেবেন্দ্র (২৩), রিজওয়ান (২২) এবং আমির (২১)। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত ভাগবত বর্তমানে পলাতক।

এই ঘটনায় হাফিজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, থানার এক পুলিশ আধিকারিক ঘুষ নিয়ে মামলাটি ধামাচাপা দিতে চেষ্টা করছিলেন। তবে ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৫ অভিযুক্তের বিরুদ্ধে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ২ জনের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।