Home খেলাধুলা চট্টগ্রামে ক্রিকেট ম্যাচ মানেই গ্যালারি ভর্তি দর্শক

চট্টগ্রামে ক্রিকেট ম্যাচ মানেই গ্যালারি ভর্তি দর্শক

চট্টগ্রামে ক্রিকেট ম্যাচ মানেই গ্যালারি ভর্তি দর্শক। সেটি আন্তর্জাতিক ম্যাচ হোক আর ঘরোয়া লিগের ম্যাচ হোক। আর চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএলের ম্যাচ হলে তো কথাই নেই। চট্টগ্রামের মাটিতে ক্রিকেট ম্যাচ হচ্ছে আর মাঠে দর্শক আসবেন না তা কি হয়। ব্যতিক্রম হয়নি এবারো, গ্যালারি ভর্তি দর্শক চট্টগ্রামে। বিপিএল উৎসবে মাতে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী দর্শক। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রিয় দলের সমর্থনে মাঠে ছুটে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

গতকাল শুক্রবার ছুটির দিনে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দিনের প্রথম খেলায় রংপুর আর খুলনার মধ্যকার খেলায় গ্যালারি কোথাও কোথাও ফাঁকা থাকলেও সন্ধ্যার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার কুমিল্লা ওয়ারিয়র্সের খেলার আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের সব গ্যালারি। দর্শকদের উন্মাদনা, ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শকরা দলের লোগোসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড উঁচিয়ে উৎসাহ দিতে থাকেন প্রিয় দলের খেলোয়াড়দের।

এবারের বিপিএলে ঢাকায় খুব একটা দর্শক হচ্ছিল না। গ্যালারিগুলো ফাঁকা থেকে যাচ্ছিল। কিন্তু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এদিন বিপুলসংখ্যক দর্শক মাঠে আসেন। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রংপুর খুলনা। চার, ছক্কা কিংবা আউটের সঙ্গে সঙ্গে দর্শকরাও তাল মিলিয়ে যাচ্ছিলেন নিজের সমর্থিত দলকে সমর্থন জানিয়ে। দুপুর থেকে প্রবেশের জন্য দীর্ঘ সারি জানান দিচ্ছিল মাঠ ভর্তি দর্শকের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণ হতে থাকে গ্যালারি। শেষদিকে কানায় কানায় ভরে ওঠে স্টেডিয়াম। ফলে দর্শক খরায় ভুগতে থাকা বিপিএল চট্টগ্রামে এসে পেল উৎসবের ছোঁয়া। খেলা দেখতে মাঠে দর্শকের উপস্থিতি বাড়ায় খুশি আয়োজক কর্তৃপক্ষও।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, বন্দর নগরীর মানুষ ক্রিকেট পাগল সেটি অতীতেও প্রমাণ মিলেছে। বাংলাদেশ দলের খেলা হোক, ঘরোয়া লিগ বিপিএল হোক, চট্টগ্রামের মাটিতে ক্রিকেট ম্যাচ হলে চট্টগ্রামের দর্শকরা সেটি বারবার প্রমাণ করেন।

 সন্ধ্যা সাড়ে ৬টায় খেলার টস হওয়ার মুহূর্তে হাজার হাজার দর্শকের চিৎকার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। দর্শকরা পছন্দের ক্রিকেটারদের নাম লেখা প্ল্যাকার্ড এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের পতাকা টি শার্ট গায়ে হাজার হাজার দর্শক এখন পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন। স্টেডিয়ামে রয়েছে ঢোলক দলসহ নানা ধরনের বাদ্যযন্ত্র। স্টেডিয়ামটি এখন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে।

–প্রীতম দাশ