Home Third Lead চা বাগানে বর্ষা

চা বাগানে বর্ষা

জল জমে গেলে চা গাছের বেঁচে থাকা দায়। ছবি সংগৃহীত

চা বাগিচার কড়চা: পর্ব ৬

অপূর্ব দাশগুপ্ত: ডুয়ার্সে বর্ষা এলে আমাদের তার প্রতি প্রশ্নাতীত আনুগত্য দেখাতে হত।এতটাই সে ছিল ডিকটেটর।জুন মাস থেকেই বর্ষার সেনাদল, কালো মেঘের রেজিমেন্ট, ভুটান পাহাড়ের মাথায় জড় হয়ে যেত।তাদের আবার নানা আকৃতি। অশ্ব, গজ, কামান, যোদ্ধা, হনুমান, পালোয়ান– এইরকম এক একজন মেঘের চেহারা। হ্রেষা, বৃংহণ… ঊরু চাপড়ানো, গোলা নিক্ষেপ ইত্যাদির মিলিত প্রবল কোলাহলে মেদিনী কাঁপিয়ে বর্ষা আসত। দখল নিয়ে নিত বনানী-ভূমি-চা-বাগান-সহ সমগ্র চরাচরের।

অপূর্ব দাশগুপ্ত: ‘পুরোগামী’ পত্রিকার অন্যতম সম্পাদক। প্রাবন্ধিক ও অনুবাদক। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অবসরপাপ্ত বিশেষ রাজস্ব কর্মকর্তা।

সূত্র: বাংলালাইভ.কম